Multimedia Profile Story

Project 11

Course Code Name And Name: MSJ 3152 Online Journalism

Project Name: Multimedia Profile Story 

Date: Summer 2022 

Project Description: In this project we were assigned to interview a known person and make a multimedia story about him. 

Project Justification: We were assigned to interview a known person and make a multimedia story about him. For that i decided to interview our present Member of parliament HM. Ibrahim. I interviewed him talking about his political journey and many other things. I think it was one of the interesting projects I made in my university life. 

Final Blog: https://citizen24news.wordpress.com/multimedia-profile-interview/

Course Code Name: MSJ 3152

Course Name: Online Journalism

Multimedia Profile Interview 

Submitted to:

Dr. Abdul Kabil Khan 

Assistant Professor, Media Studies & Journalism

University of Liberal Arts Bangladesh 

Submitted By:

Ashikur Rahman

193012062

Date Submission: September 23,2022

এরশাদ বিরোধী আন্দোলন থেকে যে পথচলা শুরু

জনসভায় বক্তিতা দিচ্ছেন জননেতা এইচ এম ইব্রাহীম, ছবি: সংগ্রহীত

আশিকুর রহমান

২৩ সেপ্টেম্বর ২০২২, ঢাকা

জননেতা এইচ এম ইব্রাহিম, এমপি ১৯৫৮ সালে নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখোলা গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার আবদুল ওহাব এবং মাতা তৈয়বা খাতুন। চাটখিলের খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে তিনি এসএসসি এবং চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজ থেকে তিনি এইচএসসি পাশ করেন। ছাত্র জীবন থেকেই তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসাবে বিভিন্ন আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলেন।

এইচ এম ইব্রাহীম আহমেদের রাজনীতির হাতেখড়ি ঘটে ছাত্রজীবনেই। এ বিষয়ে জানতে চাইলে তিনি স্মৃতির পসরা মেলে ধরেন।

Interview 2

The ashikurrahman1msj’s Podcast

Audio Player

00:00

00:30

Use Up/Down Arrow keys to increase or decrease volume.

Jump Back

Skip Forward

PLAYLIST: THE ASHIKURRAHMAN1MSJ’S PODCAST

Select an episode to play it in the audio player.

তাঁর কথার সূত্র ধরে বর্তমান ছাত্র রাজনীতির ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,

“বর্তমান ছাত্ররাজনীতির বাজে পরিস্থিতি। ছাত্ররা সিনিয়রদের সন্মান করেনা। আমাদের সময় আমরা সিনিয়রদের সন্মান করতাম, শ্রদ্ধা করতাম। কিন্ত এখন বর্তমান প্রজন্মের মাঝে এসব নেই। জুনিয়র সিনিয়রদের মধ্যে দ্বন্ধ-মারামরি এগুলো যেনো এদেশের রাজনীতির সংস্কৃতি হয়ে উঠেছে।”

তিনি ১৯৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনের কারণে কারা বরণ করতে হয়েছে তাঁকে। জেল থেকে বের হয়ে পাড়ি জমান প্রবাসে। প্রবাস জীবনেও থেমে যায়নি তাঁর রাজনৈতিক জীবন ।

প্রবাস থেকে ফিরে এসে যুক্ত হোন রাজনৈতিক অঙ্গনে। উপজেলা আওয়ামীলীগ থেকে শুরু করে জেলা আওয়ামীলীগ পর্যন্ত ছিলেন শীর্ষ নেতৃত্বে। মানুষের জন্য কাজ করার অদম্য ইচ্ছা এবং জনগণের সেবার তীব্র বাসনা নিয়ে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।

Interview 2

The ashikurrahman1msj’s Podcast

Audio Player

00:00

00:30

Use Up/Down Arrow keys to increase or decrease volume.

Jump Back

Skip Forward

PLAYLIST: THE ASHIKURRAHMAN1MSJ’S PODCAST

Select an episode to play it in the audio player.

এইচ এম ইব্রাহিম ২০১৪ ও ২০১৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পরপর দু’বার নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

সিটিজেন নিউজের সাক্ষাৎকারে তিনি আরো বলেন, “রাজনীতিতে ব্যক্তিগতভাবে আমার অর্জন অনেক। রাজনীতি করে মানুষ যেটি চায় তা হলো মানুষের ভালোবাসা, সেটি আমি অনেকের চেয়ে অনেক বেশি পেয়েছি। আমার আসনের মানুষ আমাকে চেনে আওয়ামী লীগের এমপি হিসেবে। এটি আমার রাজনৈতিক বড় অর্জন বলে আমি মনে করি। এ পর্যন্ত রাজনৈতিক পথচলায় আমি জনগণের ভালোবাসা পেয়েছি, জনগণের সঙ্গে থাকতে পেরেছি। এটিই আমার বড় সফলতা। নেত্রী আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, জানেন। আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সান্নিধ্য পাওয়াও আমার একটি বড় অর্জন।

প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করছেন এইচ এম ইব্রাহীম এমপি ছবি:সংগ্রহীত

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে নোয়াখালীর গণমানুষের অধিকার ও উন্নয়নে তাঁর অবদান অপরিসীম। তিনি ছিলেন নোয়াখালীর রাজনৈতিক অঙ্গনের একজন অভিভাবক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি চাটখিলে স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ক্লাবসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও সংষ্কারে ব্যাপক ভূমিকা রেখেছেন। জেলার ব্যবসা বাণিজ্যের প্রসারে তিনি ভূমিকা রেখে যাচ্ছেন। জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন তিনি জনসেবায়।

Learnings and outcomes ( self reflection): 

Get the idea about how online journalism works

Learn about multimedia reporting 

Improve my reporting skills

Get the idea about word press website