Project-7
Course Code and Name: MSJ11202-Bangla for Media
Project Name: Feature writing in Bangla
Project Date: Summer 2021
Project Description: This course was to translate Bangla stories. Also on that course we learn about Bangla feature writing.
Project Justification: This Project helped me to improve my translation abilities and complex news stories into Bengali. My objective was to refine my language capability and skillfully articulate testing content utilizing the information acquired all through the semester. This drive’s common sense lies in cultivating ability improvement and guaranteeing the compact yet convincing movement of essential news.
Program: Bachelor of Social Science in
Media studies and Journalism
Course: MSJ11202-Bangla for Media
Section: 1
Feature writing
Submitted To
Bikash Chandra Bhoumick
Senior Lecturer, Media Studies & Journalism Department
University of Liberal Arts Bangladesh (ULAB)
Submitted by
Student Name: Ashikur Rahman
ID: 193012062
ভয়াবহ করনা
করোনার প্রকট কতটা ভয়াবহ তা আমরা এখনো টের পাচ্ছি। দেড় বছর পার হয়ে যাওয়ার পরও এখনো স্বাভাবিক হয়নি আমাদের জীবন। দীর্ঘ দিনের লক ডাউন আর হোম কায়ারাইন্টাইন সবার জীবনকে করে তুলেছে অতিষ্ট। করনার এই প্রকট শিক্ষার্থীদের জীবনেও ফেলেছে অনেক প্রভাব। আসুন জেনে নেই কয়েকজন শিক্ষার্থী থেকে কিভাবে কেটেছে তাদের এই করনাকালীন সময়।
রায়হান আহমেদ ৩য় বর্ষ- জগন্নাথ বিশ্ববিদ্যালয়
“ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন ছুটির দিনগুলো খুব সংক্ষিপ্ত ছিল।দিন গুলো খুব দ্রুত ফুরিয়ে যেত। কিন্ত গত দেড় বছরে মহমারী করোনা ভাইরাসের কারনে লাগাতার দীর্ঘ এই ছুটির দিন গুলো ছিল বিষন্ন , বলা যায় মনস্তাত্ত্বিক এক যন্ত্রনা আর একাকীত্বের মধ্য দিয়ে সময় গুলো পার করেছি।দীর্ঘ এই ছুটিতে বিশ্ববিদ্যালয় ও পড়াশোনায় যে দূরত্ব তৈরী হয়েছে সেটি অপূরনীয়।”
মেহেদি হাসান ২য় বর্ষ- নোয়াখালী সরকারি কলেজ
“ঘৃহবন্দী দিন গুলোতে পড়াশোনার শেষ হওয়া আর ক্যারিয়ার নির্ধারণ করার এক মানসিক চাপের মধ্য দিয়ে সময় গুলো পার করতাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাত্রারিক্ত সময় দিয়ে এক ধরনের বাজে নেশার স্বীকার হয়েছি যা কাটিয়ে উঠা কষ্টকর।”
সায়মন রেজা ৩য় বর্ষ- কুমিল্লা বিশ্ববিদ্যালয়
“দীর্ঘ বন্ধের কারনে নিয়মিত পড়াশোনার সে প্র্যাকটিস ছিল সেই অভ্যাসটিও নষ্ট হয়ে গেল। এছাড়াও দীর্ঘ এই ছুটিতে হারিয়েছি প্রিয় সহপাঠী ও শিক্ষকদের, হারিয়েছি অনেক স্বজনদের।যাদের অনুপস্থিতি করোনা পরবর্তী পৃথিবীতে প্রতি মুহুর্তে মনে পড়ে যাবে।”
রাহিম আহমেদ ৩য় বর্ষ- ঢাকা কলেজ
“ক্যাম্পাসের প্রিয় বন্ধুদের মিস করেছি ভিষণ।যাদের সাথে শুধু এক মুহুর্ত আড্ডা দেওয়া, যাদের এক মুহুর্ত কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা ঘৃহবন্দী দিনগুলোতে ভীষন কষ্ট দিত। ক্যাম্পাসের সবুজ আঙ্গিনায় আড্ডা, এক সাথে সিনেমা দেখা, ঘুরতে যাওয়া, এস্যাইনমেন্ট শীট, নিয়ে ব্যস্ত থাকা দিন গুলোতে ফিরে যেতে চাই।”
নাহিদ হাসান ২য় বর্ষ- ঢাকা কলেজ
“তবে গত দেড় বছরে পরিবারের সাথে লম্বা সময় পার করার কারনে প্রিয় পরিবারের সাথে যে জিনিস উপলব্ধি করেছি যা কষ্টগুলোকে কিছুটা হলে দূরে রেখেছে। মা বাবার অকৃত্রিম আদর স্নেহ ভীষণ মানসিক শক্তি যুগিয়েছে। এমন দীর্ঘছুটি আমাদের জীবনে না আসুক, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না হোক সেই কামনায়।”
Learnings and outcomes ( self reflection)
Improved my Bangla spelling and writing skills
Help to growing my reporting scene
Learn about translating news